কখনো ভেবে দেখেন আপনার টুথব্রাশেও জীবাণু থাকতে পারে? বোঝো, এ তো ‘সরষের মধ্যেই ভূত’-এর মতো কথা হয়ে গেল। কিন্তু কথাটি একেবারে সত্যি। সম্প্রতি ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক পরীক্ষা করে দেখেছেন, একটি ব্যবহৃত টুথব্রাশের মধ্যে এক কোটি ব্যাক্টেরিয়া থাকতে পারে। দন্ত বিশষজ্ঞ অ্যান উই-র মতে, ব্রাশ করার আগে মানুষের মুখের মধ্যে অপরিষ্কার বাথরুমের মেঝের মতো জীবাণু থাকে। সকালে উঠে নিঃশ্বাস-প্রশ্বাস, টয়লেট ফ্লাশ এমনকী মুখ ধোয়ার জল থেকেও টুথব্রাশ জীবাণুতে ভরে উঠতে...

